সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা দুই শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা দুই শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ 

সৈয়দপুরে রোববার (৩ মার্চ) রেল লাইনের পাশে গড়ে ওঠা দুই শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেললাইন নিরাপদ ও ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্টরা জানান। এদিন সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে উচ্ছেদ কার্যক্রম। 

তবে এই উচ্ছেদে ক্ষতির শিকার হয়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। এমন অভিযোগ করলেন উচ্ছেদের শিকার একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা আরও বলেন, রেলওয়ের জায়গায় যারা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করেছেন তাদেরকে কখনই উচ্ছেদের আওতায় আনা হয় না। 

অথচ ওইসব ব্যক্তিরা শুধু ভাড়া বাবদ মাসে লাখ লাখ টাকা আয় করছেন রেলওয়ের ভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা থেকে। এমন কথা বলেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু। 

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন বলেন, আগামী দিনে জনগণের সেবা করার বড় ধরনের সুযোগ পেলে নিম্ন আয়ের কর্মজীবী মানুষের আয়ের স্থায়ী ব্যবস্থা করতে হকার্স মার্কেট গড়ে তুলতে ভূমিকা রাখা হবে।

রোববার (৩ মার্চ) উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর রেলওয়ের ভূমি অফিসের ৮নং কাচারীর ভূ-সম্পদ কর্মকর্তা সাজ্জাদুল হোসেন, সৈয়দপুর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

টিএইচ